৫ ঘণ্টা দেরিতে ছাড়ল নীলসাগর এক্সপ্রেস
প্রায় ৫ ঘণ্টা দেরিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর স্টেশনে ট্রেন আসে ৫ ঘণ্টা পর দুপুর ১টা ২৩ মিনিটে। স্টেশনে ৭ মিনিট অবস্থান করে ১টা ৩০ মিনিটে বিমানবন্দর স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
৫ ঘণ্টা দেরিতে ট্রেনটি ছাড়ায় ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ঈদ যাত্রীরা। এতে তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
ক্ষোভ প্রকাশ করে চিলাহাটির যাত্রী রাজু ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় বিমানবন্দর স্টেশনে এসেছি। ট্রেনের অপেক্ষায় স্টেশনে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বসে থাকতে কেমন লাগে, না বসে থাকলে বোঝা যাবে না। এর চেয়ে বাসই ভালো ছিল। এতক্ষণে অর্ধেক রাস্তা চলে যেতে পারতাম।’
তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে ৮টার সময় ট্রেন ছাড়ার কথা ছিল। বড়জোর ৯টা বাজতে পারত। তাই বলে এত দেরি!’
নীলসাগর এক্সপ্রেস ছাড়াও অধিকাংশ ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়ে।
পিডি/জেএইচ/এমএস