মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র স্থাপনে সহায়তার আশ্বাস ইউএনওডিসির
বাংলাদেশে জাতীয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনবিষয়ক দফতর (ইউএনওডিসি)।
এ ছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (২৯ মে) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসির মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।
বৈঠকে বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসিকে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
ভিয়েনায় ইউএনসিএসির বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব সম্মেলনে এ বৈঠক হয়। ২৭ মে থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন শুরু হয়েছে। চলবে ২৯ মে পর্যন্ত।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ।
এফএইচ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক