ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাক্ষাৎকারে দ্বিতীয় দিনেও সাড়া দেয়নি ৩৫ হজ এজেন্সি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:২৫ পিএম, ২৯ মে ২০১৯

ধর্ম মন্ত্রণালয়ের সাক্ষাৎকারের আহ্বানে দ্বিতীয় দিনেও সাড়া দেয়নি ৩৫ হজ এজেন্সি। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এসব এজেন্সির মালিক ও মোনাজ্জেমের সাক্ষাত্কারে অংশগ্রহণ করার কথা থাকলেও তারা উপস্থিত হননি। শুধু তাই নয়, কী কারণে সাক্ষাৎকারে উপস্থিত হননি সে সম্পর্কে মন্ত্রণালয়কে কিছুই জানাননি।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ বুধবার এক চিঠিতে সংশ্লিষ্ট প্রত্যেক এজেন্সির কাছে শুক্রবারের মধ্যে হজ কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে চেয়ে চিঠি দিয়েছে।

যে এজেন্সিগুলো সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়নি

এমএস সামাদ ওভারসিজ সার্ভিস, মদিনা ইন্টারন্যাশনাল, নর্থ-সাউথ ট্রাভেলস লিমিটেড, এমএস কোহিতুর ওভারসিজ প্রাইভেট লিমিটেড, সাফা-মারওয়া ট্রাভেলস, আল তাকওয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ভৈরব ট্রাভেলস, দেলোয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ডিসকভারি সিলেট ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস, এভারেস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কেজেডএল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, এমএস এয়ার সার্ভিস, এমএস এভারেস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এমএস নুরে শেফা এভিয়েশন, মদিনা ট্রাভেলস, মদিনা স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল, মিডলাইন ইন্টারন্যাশনাল, মিকাত এয়ার ইন্টারন্যাশনাল, মিলিনিয়াম এয়ার সার্ভিসেস, মীর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এমকেআর এভিয়েশন সার্ভিসেস, এলিগ্যান্ট এভিয়েশন লিমিটেড, আল নাসের এভিয়েশন সার্ভিসেস, রাসা সারা ওভারসিজ লিমিটেড, আহসানিয়া হজ মিশন, লর্ড ট্রাভেলস, জিবান ট্রাভেলস লিমিটেড, বাবে মদিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরস, খান এয়ার সার্ভিস, আল কাসওয়া ট্রাভেলস আলহাজ আলওমরা, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আবরার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, অঞ্জন এয়ার ট্রাভেলস, আল ইফাদা ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, আলমারিয়া ট্রাভেলস, আল আবরার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও আল বকর ট্রেভলস।

এজেন্সিগুলোর কাছে যে তথ্য জানতে চাওয়া হয়েছে

>> এজেন্সির লাইসেন্স নম্বর এজেন্সির নাম
>> সৌদি হজের কোটা কতজনের পাসপোর্ট হাতে পেয়েছে
>> পে অর্ডার করেছে কি না
>> কতজনের টিকিট হয়েছে
>> কোন এয়ারলাইন্সের পিএনআর কী
>> আইবিএন এ কতজনের টাকা পাঠিয়েছে
>> চুক্তি হয়েছে কি না, হলে কত নম্বর, না হলে কবে করবে
>> মক্কার বাড়ি কতজনের কোন কোন তারিখের মধ্যে চূড়ান্ত হবে
>> মক্কা কোথায় কতজন থাকবে, আজিজিয়া কতজন, অন্য জায়গায় কতজন
>> মদিনার বাড়ি কতজনের কোন কোন তারিখের মধ্যে চূড়ান্ত হবে
>> কাউন্সিলর হজের নিকট বাড়ির ছাড়পত্রের জন্য আবেদন করেছে কি না
>> কত তারিখের মধ্যে পাসপোর্ট অফিসে জমা দেবে।

উল্লেখ্য, আসন্ন হজে যথাসময়ে হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর সুবিধার্থে দুই শতাধিক হজ এজেন্সির মালিক বা মোনাজ্জেমের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎকার গ্রহণ মঙ্গলবার থেকে শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ মনিটরিং টিম। আগামী ৩০ মে পর্যন্ত সাক্ষাৎকার চলবে।

এমইউ/বিএ

আরও পড়ুন