প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার আহ্বান
দেশ ও জাতিকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
নসরুল হামিদ বলেন, জাতি গঠনে ইঞ্জিনিয়ারদের আরো ইতিবাচক অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে প্রয়োজন ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, শুধু নিজেদের স্বার্থ না দেখে মানুষের জন্য কাজ করুন, তবে আপনাদের মনে রাখবে।
এসময় আইইবি`র নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহম্মেদ ভূইয়া বলেন, সরকারের এজেন্ডাসমূহ বাস্তবায়নে স্বাধীনতার স্বপক্ষের এই প্রকৌশলীরা নিবেদিত হয়ে কাজ করবে। এ সময় অন্যান্যের মাঝে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এসআই/একে/বিএ