ওয়াশিং কারখানাকে লাখ টাকা জরিমানা
কর্ণফুলী নদীতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার দায়ে নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় ইনোভেশন প্লাস ওয়াশিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২৮ মে) শুনানি শেষে এই আদেশ দেন পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) আজাদুর রহমান মল্লিক।
অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) সংযুক্তা দাশগুপ্তা জাগো নিউজকে জানান, অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ মে ইনোভেশন প্লাস ওয়াশিং ইন্ডাস্ট্রিজের নাসিরাবাদের কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর। অভিযানে কারখানাটিতে ইটিপি ছাড়াই অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলার প্রমাণ পাওয়া গেছে। আজ শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এর আগেও বিভিন্ন অভিযোগে কারখানাটিকে ১ লাখ ১৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছিল। সেই জরিমানাও পরিশোধ করেনি কারখানাটি।
আবু আজাদ/এমআরএম/জেআইএম