রাজধানীতে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি
রাজধানীর সবুজবাগ থানাধীন ড্যানিশ ও তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে সীলগালা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। রোববার দুপুর সাড়ে ১২টায় র্যাব-২ এ অভিযান চালায়। র্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এসএসপি জান্নাতুল ফেরদৌসী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ এলাকার ফ্যাক্টরী দুইটিতে অভিযান চালানো হয়। পরে সেখানে র্যাব-২ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুটির মালিককে কারাদণ্ড, জরিমানা, কারখানা সীলগালা এবং এক লক্ষ পাঁচ হাজার পিস আইসক্রিম ধ্বংস করে।
আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে তারা আইসক্রিম তৈরীতে স্যাকারিন, ক্ষতিকারক কেমিক্যাল, কৃত্রিম সুগন্ধি, অ্যারারুট, অপরিশোধিত পানি এবং বিএসটিআইয়ের লোগো অনুমোদন ছাড়ায় আইসক্রিম ও দুধ উৎপাদন বিক্রয় এবং বিতরণ করে আসছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এসব আইসক্রিমে ব্যবহৃত উপাদান অস্বাস্থ্যকর। এছাড়া কারখানাটির আশেপাশের পরিবেশ অত্যন্ত নোংরা। আটককৃতরা দোষ স্বীকার করায় বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ সংশোধনী ২০০৩ এর ২৪ ধারা মোতাবেক ড্যানিশের মালিক মো. মজিবর রহমানকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
একই ভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক তৃপ্তির মালিক মো. আনোয়ার হোসেনকে একলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
জেইউ/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক