জঙ্গি অর্থায়ন : এনামুল ৫ দিনের রিমান্ডে
জঙ্গি সংগঠনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে র্যাবের হাতে আটক গার্মেন্টস মালিক এনামুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এনামুল হককে শনিবার রাজধানীর টঙ্গীর তুরাগ তালতলি এলাকা থেকে আটক করা হয়।
বাঁশখালী থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে এনামুলকে রোববার দুপুরে আদালতে হাজির করে র্যাব।
র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, এনামুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব কার্যালয়ে নেয়া হচ্ছে।
টঙ্গীর তুরাগ এলাকায় অবস্থিত গোল্ডেন টাচ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার মালিক এনামুল হক। তিনি জামায়াতের রাজনীতির সমর্থক বলে জানিয়েছেন র্যাব-৭ এর পরিচালক মিফতাহ।
তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে এক কোটি ৩৮ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা দিয়েছেন ৫২ লাখ, আইনজীবী হাসানুজ্জামান লিটন ৩১ লাখ, মাহফুজ চৌধুরী বাপন ২৫ লাখ টাকা ও ব্যবসায়ী এনামুল হক দিয়েছেন ১৬ লাখ টাকা। বাকি ১৪ লাখ টাকা কে বা কারা অর্থায়ন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে`।
জীবন মুছা/একে/আরআইপি