ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিরতি শেষে বিকেলে বসছে সংসদের বৈঠক

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

দুইদিন বিরতির পর রোববার বিকেল পাঁচটায় বসছে সংসদের মুলতবি বৈঠক। এর আগে বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ মুলতবি করেন।

দশম জাতীয় সংসদের সপ্তম এ অধিবেশন গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল প্রায় ৫টায় শুরু হয়। এ অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন। এটি চলতি বছরের তৃতীয় অধিবেশন।

এর আগে দশম সংসদের ষষ্ঠ ও সরকারের দ্বিতীয় বছরের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয় ৮ জুলাই। এটি গত ১ জুন শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত বছরের ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

এইচএস/আরএস/আরআইপি