ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে বনফুল-ফুলকলিসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২২ মে ২০১৯

চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে বনফুল-ফুলকলিসহ সাত প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মে) এ অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।

তিনি জানান, ওজনে কম দেয়ায় বনফুলের বন্দরটিলা বিক্রয়কেন্দ্রের মালিক মুজিবুর রহমানকে ১৫ হাজার টাকা, বাসি হালিম বিক্রি এবং নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে ফুলকলির বন্দরটিলা বিক্রয়কেন্দ্রের মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা, সিজল বিক্রয়কেন্দ্রের মালিক জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার বাজারে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে চার মুদি দোকানিকে ২০ হাজার এবং পচা খেজুর বিক্রির দায়ে সৈয়দ উদ্দিনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

আবু আজাদ/বিএ

আরও পড়ুন