ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ মে ২০১৯

পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী ও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।

সূত্র জানায়, মিয়ানমারের হাত থেকে সেন্টমার্টিনকে রক্ষার জন্য সেখানে বিমানবাহিনীর তৎপরতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান বিষয়টি তুললেও কমিটি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তাব্যবস্থা, সেন্টমার্টিনে সম্প্রতি বিজিবি মোতায়েন এবং মিয়ানমার হতে আগত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরামর্শ দেয়া হয়।

সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের প্রথম শ্রেণির পদমর্যাদা দেয়ার বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সেনা, নৌ ও বিমানবাহিনী, মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/জেডএ/এমএস

আরও পড়ুন