ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এখনও খা‌লি সরকা‌রি কোটা : ৩০ মে পর্যন্ত নিবন্ধ‌নের শেষ সু‌যোগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:২৪ পিএম, ২০ মে ২০১৯

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের সময়সীমা আরেক দফা বাড়ল। আগামী ৩০ মে পর্যন্ত শেষবারের মতো নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা এখনও খালি আছে। আগে আসলে আগে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে কার্যক্রম চলছে।

এতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না তাদের সরকারি ব্যবস্থাপনায় কোটা খালি সাপেক্ষে আগামী ৩০ মের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকা আশকোনা হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

নিবন্ধনের জন্য আর সময় বৃদ্ধি করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমইউ/বিএ

আরও পড়ুন