বিমানবন্দরে ১৬ কেজি সোনা : সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তার জেল
শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে ১৬ কেজি সোনা উদ্ধারের ঘটনায় আটক সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা এসএম নুরুল ইসলামকে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার এ আদেশ দেয়া হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, এসএম নুরুল ইসলাম নাহিদ ট্রেডার নামে একটি ক্লিনিং কোম্পানির মালিক। সিভিল অ্যাভিয়েশন তার কোম্পানিকে বিমানবন্দরের পরিছন্নতার জন্য নিয়োগ দেয়। তবে সে যে এসএস পাসটি ঝুলিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছে তার মেয়াদ ২০১৫ সালের ১১ আগস্ট শেষ হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ ও স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তাকে শাস্তি দেয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
এর আগে, শুক্রবার শাহজালাল বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন এলাকার টয়লেট থেকে ১৬ কেজি ওজনের সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অধিদফতরের যুগ্ম-পরিচালক শফি রহমানের নেতৃত্বের একটি কমিটি ঘটনাটির তদন্ত করছে।
এআর/একে/আরআইপি