ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৭ মে ২০১৯

রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা আহসানউল্লাহ প্রচণ্ড গরমের কারণে ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়‌ার আগে ঘরের সব জানালা খুলে নামাজ পড়তে দাঁড়ান। সালাম ফেরানোর আগেই টের পান প্রচণ্ড বাতাসে তার শরীর জুড়িয়ে যাচ্ছে। ক্ষণিকের মধ্যে বৃষ্টির ঝাপটা এসে শরীর ভিজিয়ে দেয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রকৃতির খেয়াল বোঝা দায়। বিকেলে আকাশে মেঘবৃষ্টির ছি‌ঁটেফোটার লক্ষণও ছিল না। গুমোট গরমে দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু সন্ধ্যার পরে নামা ঝোড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টিতে প্রাণটা জুড়িয়ে গেল।’

Storm-(1)

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত সাড়ে সাতটায় জাগো নিউজকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

ইফতারের পর বৃষ্টি নামায় নগরবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।

এমইউ/এসআর/এমকেএইচ

আরও পড়ুন