ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চলে গেলেন জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৯ অক্টোবর ২০১৪

জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ আর নেই। বনানীর বাসভবনে রোববার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ধক্যজনিত কারণে অধ্যাপক সালাহউদ্দীন আহমদের মৃত্যু হয়েছে বলে জানান তার বাসার তত্ত্বাবধায়ক আশিষ।১৯২৪ সালের ২৪শে সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন সালাহউদ্দীন আহমদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

জগন্নাথ কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। রাজশাহী, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে তিনি অধ্যাপনা করেছেন।

তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে সোশ্যাল আইডিয়াজ অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল ১৮১৮–১৮৩৫, বাংলাদেশ অতীত বর্তমান, বাঙালীর সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাসের সন্ধানে অন্যতম।