সিঙ্গাপুরের পথে মহসিন আলী
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে মহসিন আলীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে তাঁর পরিবারের সদস্যরা।
শনিবার বেলা সাড়ে ১২টায় সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স তাঁকে নিয়ে রওয়ানা হয়েছে জানান, মন্ত্রীর একান্ত সচিব মীর নাহিদ হোসেন। এর আগে সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় নিউমোনিয়াজনিত কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন সমাজকল্যাণমন্ত্রী। চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন। শুক্রবার হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। এ সময় তাকে ভেন্টিলেটর মেশিনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে লাইফ সাপোর্টে রাখা হয়।
এরপর মন্ত্রীর পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ফলে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।
# সমাজকল্যাণমন্ত্রীকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে
# জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সমাজকল্যাণমন্ত্রী
এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চলছে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে ছাত্রশিবিরের সায়েন্স ফেস্ট
- ২ জাহাঙ্গীর গেটের সামনে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
- ৩ কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
- ৪ কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে কড়াকড়ি, গেটের বাইরে সাংবাদিকরা
- ৫ ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে