সরকারি চিনিকল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক কাল
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং অধীনস্থ চিনিকলসমূহের প্রধানদের নিয়ে বৈঠক ডেকেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। বুধবার (১৫ মে) বেলা ১১টায় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এ বৈঠকের আহ্বান করেছেন। বৈঠকে আখচাষীদের পাওনাদি ও তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া এবং চিনিকলসমূহের উৎপাদন, আয়-ব্যয়, লাভ-লোকসান ও তাদের অডিট আপত্তিসমূহ নিয়ে আলোচনা হবে।
বৈঠকে কর্পোরেশনের ডিস্টিলারি ইউনিট ‘কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি.’-এর উৎপাদন, বিপণন এবং ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হবে।
সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি পরীক্ষা-নিরীক্ষাকল্পে গঠিত ১০ সদস্যের সরকারি প্রতিষ্ঠান কমিটির অন্য সদস্যরা হলেন- মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, বেগম ইসমাত আরা সাদেক, নারায়ণ চন্দ্র চন্দ, মাহবুব-উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. জিল্লুল হাকিম এবং মুহিবুর রহমান মানিক এমপি।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা এবং চিনিকলসমূহের ব্যবস্থাপনা পরিচালক স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন।
এইচএস/এএইচ/এমকেএইচ