ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হঠাৎ মহাখালী কাঁচাবাজারে মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১২ মে ২০১৯

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা দেখতে হঠাৎ মহাখালী কাঁচাবাজার পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার দুপুরে মহাখালী কাঁচাবাজারে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে মেয়র কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কিনা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছে কিনা যাচাই করেন। তাছাড়া মাংস দোকানগুলোতেও গিয়ে দাম যাচাই করেন।

পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ এ কাঁচাবাজারটি পরিদর্শন করে আমি কোনো অনিয়ম দেখতে পাইনি। তিনি পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য বাজারও পরিদর্শন করবেন বলে জানান।

ATIK

গত বৃহস্পতিবার পরিদর্শন করা মোহাম্মদপুর টাউনহল মার্কেট প্রসঙ্গে মেয়র বলেন, রাস্তা ও ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না। এটা খুব দুঃখজনক যে, ফুটপাত ও রাস্তা দখল করে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এটা চলতে দেয়া হবে না।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এএস/এনডিএস/পিআর

আরও পড়ুন