নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাত লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মে) চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় এ অভিযানে নেতৃত্বে দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, ফুলকলির ওই কারখানায় খাদ্য তৈরি হচ্ছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। পণ্য তৈরির কাঁচামালের ওপর মরা মাছি ও পোকা দেখতে পান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব কারণে ফুলকলি কর্তৃপক্ষকে সাত লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।
এ সময় তিনি সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার তৈরির কারখানা, রেস্টুরেন্ট ও সুপারশপে র্যাবের ভোজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
শনিবার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং পচা সিরকায় মিষ্টি রাখায় চট্টগ্রামের দুই বেকারি প্রতিষ্ঠান বনফুল ও মধুবনকে ছয় লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আবু আজাদ/বিএ/পিআর