ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কষ্ট-যন্ত্রণা পরিত্রাণের একমাত্র আশ্রয়স্থল মা : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১২ মে ২০১৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘একজন সুস্থ মা সুস্থ জাতি উপহার দিতে পারেন। মায়ের অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি। সব কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের একমাত্র আশ্রয়স্থল মা।’

রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রোববার ‘গরবিনী মা’ বিশেষ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্য দেন।

‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের মা মোছা. আমেনা খাতুন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, দক্ষ পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং প্রথম আলো অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার। অনুষ্ঠানে গরবিনী মায়ের আলোকিত সন্তানেরা অনুভূতি প্রকাশ করেন।

স্পিকার বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘গরবিনী মা’ অনুষ্ঠানের আয়োজন সত্যিই অনন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা। প্রধানমন্ত্রী একজন মা হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, চাকরিজীবী মায়েদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, পাসপোর্টে বাবার পাশাপাশি মায়ের নাম অন্তর্ভুক্তিকরণসহ কর্মজীবী মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

এ সময় স্পিকার মায়েদের যেকোনো প্রয়োজনে সন্তানদের উদার হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। মাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য ডিএনসিসির মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ১০ জন ‘গরবিনী মা’ সম্মাননা গ্রহণ করেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ এর প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার।

এইচএস/এনডিএস/পিআর

আরও পড়ুন