ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফোরজি সহজলভ্য করতে গ্রামীণফোনের উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৬ মে ২০১৯

গ্রাহকদের মাঝে ফোরজি সেবা আরও সহজলভ্য করে তুলতে ম্যাক্সিমাসের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের বাজারে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট ‘ম্যাক্সিমাস পি৭ প্লাস’ নিয়ে এলো গ্রামীণফোন। ফোরজি সমর্থনযোগ্য স্মার্টফোনটিতে রয়েছে অসাধারণ রেজ্যুলেশনের বড় ডিসপ্লে, যা ক্রিকেট ফ্যানদের আসন্ন বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ করে দিবে।

সোমবার জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, হেড অব অপারেশনস সাজ্জাদ হাসিব এবং বাংলাদেশে ম্যাক্সিমাসের সহযোগী প্রতিষ্ঠান ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল কবির।

ইয়াসির আজমান বলেন, ডিজিটাল বাংলাদেশ সুবিধা উপভোগ করার পূর্ব শর্তই হলো সাশ্রয়ী মূল্যে মানসম্মত মোবাইল হ্যান্ডসেট গ্রাহকদের কাছে থাকা। বাংলাদেশের সব প্রান্তে সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে গ্রামীণফোন উচ্চ গতির ডেটা নেটওয়ার্ক তৈরি করছে।

রকিবুল কবির বলেন, গ্রামীণফোন ও ম্যাক্সিমাস একই কোর ভ্যালু নিয়ে কাজ করে। আমরা সবসময় গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি। ক্রেতা সুবিধা বিবেচনায়, আমরা দামের তুলনায় সর্বোত্তম কনফিগারেশনের পণ্যই নিয়ে আসছি। এছাড়া সর্বোত্তম গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতে শুধুমাত্র ম্যাক্সিমাস পি৭ প্লাসের জন্য ১৫ দিনের ইএলএফ (আর্লি লাইফ ফেইলার) রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি সুবিধা দেয়া হ্চ্ছে। এখন ক্রেতারা দেশব্যাপী ৬৪ জেলায় আমাদের সার্ভিস সেন্টার থেকে বিক্রয় পরবর্তী সেবা নিতে পারবেন।

গ্রামীণফোন কো-ব্র্যান্ডেড ম্যাক্সিমাস পি৭ প্লাস হ্যান্ডসেটটিতে রয়েছে ৫.৪ ইঞ্চির বড় স্ক্রিন, যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়া রয়েছে আল্ট্রা-ক্লিয়ার ফুলভিউ এইচডি প্লাস আইপিএস ইনফিনিটি ডিসপ্লে। ১.৩ গিগাহার্টজ কোয়াড প্রসেসরের এ স্মার্টফোনটিতে রয়েছে ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম এবং ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ (গো এডিশন) এবং ডুয়াল জেনন ফ্লাশসহ সামনে-পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে সকল ফোরজি নেটওয়ার্ক ব্যান্ড কাজ করবে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯০০ টাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান ও গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকত আলী। এছাড়া অনুষ্ঠানে গ্রামীণফোন ও ম্যাক্সিমাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরএম/এমএসএইচ/জেআইএম

আরও পড়ুন