রাঙ্গামাটিতে চিকিৎসকসহ ৩২৫ পদ শূন্য
রাঙ্গামাটি জেলার হাসপাতালে চিকিৎসকসহ ৩২৫ পদ শূন্য রয়েছে। হাসপাতালগুলোতে শুধু চিকিৎসকের ১৭৬ পদ থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র ৮৬ জন।
রোববার (৫ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী এবং বাসন্তী চাকমা উপস্থিত ছিলেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, চিকিৎসক ছাড়াও জেলার হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্সের ২৬৮ পদ থাকলে কাজ করছেন ১৮৪ জন। তৃতীয় শ্রেণির ৫৫২ পদের মধ্যে কাজ করছেন ৪৫৭ জন্য । আর চতুর্থ শ্রেণির ২৬৮ পদের মধ্যে কাজ করছেন ২০৮ জন।
এসব শূন্যপদে দ্রুত লোক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এইচএস/এএইচ/পিআর