ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদিতে মারা গেলেন আরো দুই বাংলাদেশি হজযাত্রী

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারায় মারা গেলেন আরো দুই বাংলাদেশি হজযাত্রী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম হজযাত্রীদের নাম মো. হামেদ হাওলাদার (৬৬), পাসপোর্ট নম্বর-বিই ০৩৪৭৯৬০ এবং মো. আব্দুল আশেন (৬৯), পাসপোর্ট নম্বর-বিই ০৪১৬৯৮৬।

মরহুম হজযাত্রী মো. হামেদ হাওলাদারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরচর এলাকায় এলাকায় এবং মো. আব্দুল আশেনের বাড়ি কুড়িগ্রাম জেলার করিমগঞ্জ থানার পারাবালিয়া এলাকায়।

হজ অফিস সূত্র জানিয়েছে, মো. হামেদ হাওলাদার মারা যান বুধবার বিকেল সাড়ে ৪টায় মদিনার দার সা‘দে হোটেলের নিজ শয়ন কক্ষে। বাধ্যর্কজনিত কারণে তার মৃত্যু ঘটে। একই দিন রাত ৮টায় মো. আব্দুল আশেনের মৃত্যু হয় তাওয়াফ কালে।

এ পর্যন্ত সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ১৪ জন হজযাত্রী মারা গেছেন।

আরএম/এসএইচএস/পিআর