ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলা‌দেশে নতুন এয়ারক্রাফট নামাচ্ছে টা‌র্কিশ এয়ারলাইন্স

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০৪:২২ এএম, ০১ মে ২০১৯

টা‌র্কিশ এয়ারলাইন্স বাংলা‌দেশ রু‌টে এয়ারক্রাফট বাড়া‌চ্ছে। চল‌তি বছ‌রের ম‌ধ্যে ইস্তাম্বুল-ঢাকা-ইস্তাম্বুল রু‌টে নতুন ফ্লাইট চালু কর‌বে তারা।

মঙ্গলবার তুর‌স্কের ইস্তাম্বু‌লে টা‌র্কিশ এয়ারলাই‌ন্সের প্রধান কার্যাল‌য়ে সংস্থা‌টির ভাইস প্রে‌সি‌ডেন্ন্ট সেলস (এ‌শিয়া অ্যান্ড ফারইস্ট) থান‌চি ই‌মি‌নোগলু বাংলা‌দেশ থে‌কে সফররত মি‌ডিয়া ট্যুর সদস্যদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প‌রিক্ল্পনার কথা জানান।‌

তি‌নি বলেন, টা‌র্কিশ এয়ারলাইন্স ২০১৮ সা‌লে বাংলা‌দেশ থে‌কে মোট এক লাখ ৭০ হাজার যাত্রী প‌রিবহন ক‌রে‌ছে। প‌রিবহনকৃত মোট যাত্রীর শতকরা ৯২ ভাগ যাত্রী ইস্তাম্বু‌লকে ট্রান‌জিট হি‌সে‌বে ব্যবহার কর‌ছে। ইস্তাম্বুল থে‌কে ইউ‌রোপ ও আমে‌রিকাসহ বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে যাতায়াত সহজ হওয়ায়‌ এ রু‌টের জন‌প্রিয়তা বাড়‌ছে।‌

থান‌চি ই‌মি‌নোগলু বলেন, টার্কিশ এয়ারলাইন্স বর্তমানে বিশ্বের ১২৪টি দেশের ৩৩৮টি শহরের ৩১১টি গন্তব্য যাত্রী পরিবহন করছে।

তি‌নি বলেন, বাংলা‌দেশ থে‌কে গত বছর শতকরা ৮ ভাগ যাত্রী প‌রিবহন ক‌রে। বিপুল জনসংখ্যার কার‌ণে বাংলা‌দেশ তা‌দের জন্য ভালো বাজার। কিন্তু ভিসা জ‌টিলতার কার‌ণে বাংলা‌দেশি যাত্রী সংখ্যা কম। ত‌বে গত দু-এক বছর যাবত বাংলা‌দেশি যাত্রীর সংখ্যা বাড়ছে।

কয়েক বছর আগেও বাংলাদেশের মানুষ তুরস্ক সম্পর্কে তেমন জানতো না কিন্তু জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান দেখার পর আগ্রহ বাড়ছে। আগামী কয়েক বছরের মধ্যে যাত্রীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।‌

তি‌নি আরও জানান, তুরস্ক‌ থে‌কে সপ্তা‌হে তিন‌দিন বাংলাদেশে কা‌র্গো উ‌ড়োজাহাজ চল‌ছে। কা‌র্গো জাহা‌জের সংখ্যা বৃ‌দ্ধির প‌রিকল্পনা তা‌দের র‌য়ে‌ছে।

এমইউ/বিএ

আরও পড়ুন