ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্ত্রাস প্রতিরোধের প্রস্তাব উত্থাপন সংসদে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সব দেশের সংসদ ও নাগরিকদের এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবটি উত্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ এবং শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলা এবং ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সঙ্গে এ সব সন্ত্রাসী, যৌন নিপীড়কের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের সংসদ, সরকার ও নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘এখানে জঙ্গি উত্থান শুরু হয় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন থেকে। বাংলা ভাই, শায়েখ আবদুর রহমানের উত্থান বিএনপি আমলে। আমরা যখন পার্লামেন্টে কথা বলেছি, তখন তারা বলেছিল এটা কাগুজে এটার সত্যতা নেই। হোলি আর্টিসান ঘটনার পর দ্রুতগতিতে আমাদের প্রধানমন্ত্রী জঙ্গি তৎপরতা বন্ধে যে কার্যকর ভূমিকা বাস্তবায়ন করেন-এটা অভাবনীয়।’

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফী হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যখন লেখাপড়া করেছি তখন মানুষের জীবনে মূল্যবোধ ছিল, দয়া-মায়া ছিল। আমাদের শিক্ষকদের পিতা-মাতার মতো শ্রদ্ধা করতাম। শিক্ষকরা আমাদের সন্তানের মতো বুকে টেনে নিতেন। এখন কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে।’

প্রবীণ এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন আমরা ম্লান করে দিতে পারি না। আমি ব্যক্তিগতভাবে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার প্রস্তাব যে আমরা এমন একটা আইন করি যাতে এক মাসের মধ্যে, দেড় মাসের মধ্যে বিচার হয়। দৃষ্টান্তমূলক সাজা হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। মুসলিম কমিউনিটি হ্যাজ বিকাম টার্গেট। যারা এটা করে তারা মুসলিম হতে পারে না।’

এ সময় শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘বিশ্বব্যাপী এখন ধর্মের নামে রক্তের হোলি খেলা হচ্ছে। সেই বিশ্বে একে অন্যজনকে ধর্মের নামে পুড়িয়ে হত্যা করছে।’

এ সময় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

নাসিম বলেন, ‘আজকে ধর্মের নামে জঙ্গি উত্থান করে মানুষকে হত্যা করছে। সারা বিশ্বে আজ এ ধরনের ঘটনা ঘটছে। আমরা উন্নয়ন করে যাচ্ছি। এ উন্নয়ন ধ্বংস হয়ে যাবে যদি মানুষত্ব ধ্বংস হয়ে যায়।’

এইউএ/এনডিএস/এমএস

আরও পড়ুন