ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুমার খুতবায় ট্রাফিক আইন সম্পর্কে বয়ানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

বিভিন্ন মসজিদের ইমামদের ট্রাফিক আইন, সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে ধারণা দিয়েছে পুলিশ। খুতবা ও তাফসিরে এসব বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

সোমবার বেলা ১১টায় নিকুঞ্জে ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় বিভিন্ন মসজিদের ৫০ জন ইমামের উপস্থিতিতে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সচেতনতামূলক কর্মসূচির প্রধান বক্তা ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।

তিনি ইমামদের উদ্দেশে সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন ও সাইন, সড়ক দুর্ঘটনা বন্ধে করণীয়, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করার বিষয়ে আলোচনা করেন।

শুক্রবার জুমার খুতবায় বয়ানের জন্য মসজিদের ইমামদের প্রতি অনুরোধ জানান ডিসি প্রবীর কুমার রায়।

সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ (ডিসি-প্রশাসন) কাজী রোমানা নাসরিন, গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এআর/জেএইচ/পিআর

আরও পড়ুন