শেখ হাসিনা টেক্সটাইল কলেজ নির্মাণের মাটি পরীক্ষা সম্পন্ন
মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন’ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মাস্টার সয়েল টেস্ট (মাটি পরীক্ষা)। চলছে ৮ একর জমি অধিগ্রহণের কাজও।
বস্ত্র অধিদফতর ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৮৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে বস্ত্র মন্ত্রণালয়।
পরিকল্পনা মন্ত্রণালয় ও বস্ত্র অধিদফতর সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়নে গত ১৮ মার্চ বস্ত্র অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সভা হয়েছে।
প্রকল্প সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে প্রকল্পের অনুকূলে ১১ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর জন্য ৮ একর জমি অধিগ্রহণের কাজও চলছে। অনুমোদিত ডিপিপিতে জমি অধিগ্রহণের জন্য ৬৮ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু জেলা প্রশাসক চূড়ান্ত প্রাক্কলনে জমি অধিগ্রহণে ৭২ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকা চাহিদার উল্লেখ করেছেন।
এদিকে প্রকল্পটির ডিপিপি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, অর্থ বিভাগ, এনসি-একনেক ও সমন্বয় বিভাগ, বস্ত্র অধিদফতর বিভাগের সুপারিশ, সব প্রয়োজনীয় অঙ্গ যোগ করে ডিপিপি সংশোধন করতে হবে, যাতে বারবার ডিপিপি সংশোধনের প্রয়োজন না হয়।
পিডি/এমবিআর/এমকেএইচ