কাকরাইলে বাসচাপায় নিহত ২
রাজধানীর কাকরাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন আসিফ (৩৫) ও রুবেল (৩৪)।
নিহত দু`জনেরই বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাকরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি জানান, পদ্মা অয়েল কোম্পানির আসিফ ও রুবেল বুধবার বগুড়া থেকে টাকা সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন। গাবতলী বাস স্ট্যান্ডে নেমে সিএনজি চালিত অটোরিকশায় উঠে দু`জনই এক সঙ্গে সিদ্ধিরগঞ্জ রওনা দেয়। কাকরাইল পৌঁছলে যাত্রীবাহী ইকোনো পরিবহনের চাপায় পড়ে অটোরিকশাটি। এতে অটোরিকশাটি জনশক্তি কর্মসংস্থান ভবনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় অটোরিকশাচালক ঠান্ডু মিয়া (৪০), আসিফ ও রুবেল আহত হন।
পরে পথচারীরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও রুবেলকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক ঠান্ডু মিয়া আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
জেইউ/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা