ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফেনসিডিল-কাভার্ডভ্যানসহ গাবতলীতে আটক ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১১ এএম, ২৯ এপ্রিল ২০১৯

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় কাভার্ডভ্যান হতে এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলীতে র‌্যাব-৩ এর একটি অপারেশন দল চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল। এক পর্যায়ে রাত ১২টার পর ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১৩-১৭৭২) থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে সেটিকে ধাওয়া করে দারুস সালাম থানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটির দক্ষিণ পাশে কাভার্ডভ্যানটি থামাতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। পরে সেটি তল্লাশি করে এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ এবং দেলোয়ার হোসেন (৩৩) ও আবু মুছা (২৮) নামে দুই যুবককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবত তারা সীমান্তবর্তী এলাকা হতে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল কিনে বিশেষ কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জেইউ/এমএমজেড

আরও পড়ুন