ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৩য় পর্বের ৩৩তম দিনের অভিযানে ২৯টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার তুরাগের দুই তীরে টঙ্গী নদীবন্দর টার্মিনাল থেকে মাউসাইদ মৌজার রশিদ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযানে পাকা ভবন সাততলা ভবন ১টি, পাঁচ তলা ১টি, দোতালা ১টি, একতলা ৭টি, আঁধা পাকা ১০টি, টিন সেড ৫টি, বাউন্ডারি ওয়াল ৪টি সর্বমোট স্থাপনা ২৯টি। এ ছাড়া তীরভূমি অবমুক্ত করা হয়েছে ১ একর জায়গা।

প্রসঙ্গত, ঢাকা শহরের চারদিকের নদীসমূহ টেকসইভাবে দখল-দূষণমুক্ত করণের লক্ষ্যে গত ৩০ কার্যদিবসের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে সর্বমোট ৩ হাজার ১ শত ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, এ সময়ের অভিযানের মধ্যে ১৫৯টি বহুতল ভবনসহ ৪৩৪টি পাকা, ৫২০টি আঁধাপাকা, ২০২টি পাকা বাউন্ডারি ওয়াল ও অন্যান্য স্থাপনা মিলে সর্বমোট ৩ হাজার ১ শত ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি তীরভূমি উদ্ধার করা হয়েছে ৮১ একর। তীরভূমিতে অবৈধভাবে রক্ষিত কয়লা, পাথর, ইট ও ভরাটকৃত বালি- মাটি প্রকাশ্য নিলাম হয় ৪ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।

এ ছাড়া গত ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ের অভিযানে মোট পাকা স্থাপনা ৩৪১টি, আঁধা পাকা ৪০৩টি, পাকা বাউন্ডারি ওয়াল ১৬৬, অন্যান্যসহ ১৮০১টি সর্বমোট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া সর্বমোট অবমুক্ত জায়গা ৫৮ একর, সর্বমোট জরিমানা ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে।

এএস/এমআরএম/এমএস

আরও পড়ুন