বাংলাদেশ থেকে পাচার হচ্ছে রসুন!
বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম যখন আকাশ ছোঁয়া। সঙ্গে রসুনের দামও কম নয়। ঠিক এ সময়েই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় উদ্ধার হল কয়েক লক্ষ টাকার চোরাই রসুন। স্থানীয় বাসিন্দরা বলছেন, পানিপথে বাংলাদেশ থেকে এসব রসুন পাচার হচ্ছিল।
ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, বুধবার রাতে কেল্লা পর্যটন কেন্দ্রের কাছে পিয়ালি নদীর তীরে দশ চাকার একটি লরির ভিতর চিনা ভাষায় লেখা কয়েকশ প্যাকেট (বস্তা) রসুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা লরিটি আটক করে পুলিশ ও বন দফতরে খবর দেন। কিন্তু ঘুষ নিয়ে পুলিশ ও বনদফতর লরিটিকে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে।
পরে মহিষমারির কাছে আবারো ওই রসুন বহনকারী লরিটিকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
আরএস/আরআইপি