ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভেজাল চকলেট তৈরির দায়ে ইয়ামি ফুডকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

অস্বাস্থ্যকর পরিবেশে চকলেট, ললিপপ ও ম্যাংগো বার তৈরি এবং এগুলোতে দুধের পরিবর্তে ক্যামিকেল ব্যবহারের দায়ে ইয়ামি ফুডসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে নাসির ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা এবং তানিশা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।

অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে কামরাঙ্গীরচর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।

এমইউএইচ/এসআই/এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন