ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাদ্যে ভেজাল হত্যার শামিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

‘ভেজাল খাদ্যকে না বলুন’। ‘ভেজালমুক্ত ওষুধ চাই, নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা চাই’। এ ধরনের স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ছোট্ট দুই শিশু। দুজনের হাতে দুটি থালা, যার একটিতে কিছু ফল। আরেকটিতে মাছ।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দৃশ্য দেখা যায়।

তাদের সঙ্গে এমন প্ল্যাকার্ড, ব্যানার ও খাদ্য়পণ্য হাতে নিয়ে ঢাকার রাজপথে প্রতিবাদে নেমেছিলেন আরও অনেকে।

মানববন্ধনের আয়োজন করে নিরাপদ খাদ্য চাই নামের একটি সংগঠন। তাদের দাবি, খাদ্যে ভেজালকারীর শাস্তি।

মানববন্ধনে বক্তারা বলেন, অধিক মুনাফার লোভে ব্যবসায়ীদের একটা অংশ খাবারে নানা ধরনের কেমিক্যালসহ ভেজাল মিশিয়ে থাকে। ফলে খাবারের বড় একটা অংশ আজ অনিরাপদ।

food

সংগঠনের আহ্বায়ক ড. জাহের বলেন, ‘খাদ্যে ভেজাল বন্ধ না হলে জাতি কখনও নিরাপদ থাকতে পারবে না। তাই সবাইকে এখনই খাদ্যে ভেজালের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং খাদ্যে ভেজালকারীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন, নিরাপদ খাদ্য চাই সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম বাচ্চু, মোশারফ হোসেন মিলন, হাজী ইকবাল, মির্জা জহিরুল হক মামুন, আলাউদ্দিন আজাদ, ইঞ্জিনিয়ার আরা উদ্দিন প্রমুখ।

তাদের বক্তব্য, ‘আমাদের খাদ্যে ভেজাল রয়েছে। এ কারণে শিশু, বৃদ্ধ, বণিতাসহ কেউ খাদ্য ভেজারকারীদের হাতে নিরাপদ নয়। খাদ্যে ভেজাল নিয়ে জাতি আজ মহাসংকটে। এভাবে চলতে থাকলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে। এটা মহামারি আকার ধারণ করতে পারে। খাদ্যে ভেজাল দেয়া মানুষকে হত্যার শামিল।’

পিডি/জেডএ/এমএস

আরও পড়ুন