ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রমজানে পণ্যের দাম স্বাভাবিক রাখার দাবি জন পার্টির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন করেছে জন পার্টি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টার দিকে দলটি মানববন্ধন করে।

পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী মাসুদ বলেন, রমজান এলেই কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য স্টোর করে রাখে। এটা করা যাবে না। ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে এবং খাদ্যদ্রব্যে ফরমালিন, ক্যামিকাল মেশাতে না পারে, সে দিকে সরকারকে নজর দিতে হবে।

মানববন্ধনে রমজান উপলক্ষে পণ্যের দাম স্বাভাবিক রাখতে একটি মনিটরিং ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, রমজান উপলক্ষে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। সরকারের যেসব প্রতিষ্ঠান এসব বিষয় মনিটরিং করে, তাদেরকে এটি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মুনাফাভোগীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানানো হয় মানববন্ধনে।

পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী মানববন্ধনের সভাপতিত্ব করেন। এটি পরিচালনা করেন পার্টির মহাসচিব সালাহ উদ্দিন সোহাগ।

পিডি/এমএসএইচ/এমএস

আরও পড়ুন