শাহজালালে ২৬৭ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৭ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেটসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। জব্দকৃত সিগারেটের দাম আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার বিকেলে বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকা থেকে হারুন মিয়া (৫০) নামের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব জব্দ করা হয়।
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জানান, হারুন বিকেলে পাকিস্তান এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। ২ নং ক্যানপি অতিক্রমের সময় সন্দেহ করে এপিবিএন। পরে তার লাগেজ তল্লাশি করে ২৬৭ কার্টন সিগারেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন নিয়মিত সিগারেট আনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আলমগীর হোসেন শিমুল।
এআর/এসআইএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ