ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাতিরঝিলে চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রাজধানীর হাতিরঝিল এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। বাজার অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১-এর সদস্যরা।

Fine

আব্দুল জব্বার মন্ডল জানান, আজকে মহানগর প্রজেক্টে অভিযান করে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ চিপস রাখায় সাশ্রয়ী সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক বন্ধ করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে শাকিল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, কাবাব হাউজ রেস্টুরেন্টকে ৫ হাজার এবং শাপলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসআই/এসআর/জেআইএম

আরও পড়ুন