জায়ান চৌধুরীকে দেখতে যাবেন প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রোববারের সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর (৮) মরদেহ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের রাজধানীর বনানীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতোমধ্যে জায়ান চৌধুরীর মরদেহ আনতে নানা শেখ ফজলুল করিম সেলিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন। আজ (বুধবার) দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ান চৌধুরীর মরদেহ দেশে পৌঁছাবে।
এদিকে বনানীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পিজিআর এবং এসএসএফের সদস্যরা অবস্থান নিয়েছেন শেখ সেলিমের বাসায়। আশপাশের সব ভবনে নিয়োজিত আছে পুলিশ সদস্যরা।
আজ বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হবেন ছোট্ট শিশু জায়ান চৌধুরী।
উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এফএইচএস/এমএমজেড/এমকেএইচ