ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জায়ানের জানাজার জন্য প্রস্তুত হচ্ছে মাঠ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জানাজার জন্য বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠ প্রস্তুত করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকেই মাঠে সামিয়ানা টানানোর কাজ চলছে। আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) এ মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

আজ (মঙ্গলবার) জায়ানের মরদেহ বাংলাদেশে আসার কথা থাকলেও প্রক্রিয়াগত কারণে তা সম্ভব হচ্ছে না। ফলে আগামীকাল বুধবার দুপুরে জায়ানের মরদেহ বাংলাদেশে চলে আসবে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক জাগো নিউজকে বলেন, আগামীকাল (বুধবার) ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। বাদ আসর জানাজা শেষে জায়ানের মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং নাতি জায়ান চৌধুরী নিহত হন। ৮ বছর বয়সী জায়ান উত্তরা সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এফএইচএস/আরএস/পিআর

আরও পড়ুন