ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা আসছেন জাতিসংঘের তিন কর্মকর্তা

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯

রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে তিনদিনের সফরে বুধবার ঢাকা আসছেন জাতিসংঘের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা।

সোমবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-র এক মিডিয়া অ্যাডভাইজরিতে এসব তথ্য জানানো হয়।

তিন কর্মকর্তা হলেন- জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিভাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকায় বৈঠক শেষে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন।

শুক্রবার কক্সবাজারে সংবাদ সম্মেলন শেষে জাতিসংঘের কর্মকর্তারা ঢাকা ছাড়বেন।

জেপি/জেএইচ/পিআর

আরও পড়ুন