শ্রীলঙ্কায় বাংলাদেশি হতাহতের তথ্য নেই, দূতাবাসের হেল্পলাইন
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিকের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো +৯৪১১৭৩৯৯৪৫৩।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিকে ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের কারও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারও ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আমাদের হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার (+৯৪৭১২৪০৬৩১৩) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শাহরিয়ার আলম।
উল্লেখ্য, ইস্টার সানডের সকালে রোববার কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল ও কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জা, নিগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় বোমা হামলায় এখন পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় পাঁচ শতাধিক।
জেপি/বিএ/এমএস