ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মতিঝিলে সিঅ্যান্ডএফ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার : আটক ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৯

ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) ব্যবসার আড়ালে ইয়াবা কারবারের অভিযোগে রাজধানীর মতিঝিলের একটি অফিসে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল রহমান চেম্বারের সাততলায় বসুন্ধরা নামে কাস্টমস সিঅ্যান্ডএফ অফিসে অভিযান চালিয়ে কয়েক প্যাকেট ইয়াবা ও তিনজনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা মেট্রো-উত্তর অঞ্চল) সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জাগো নিউজকে বলেন, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের (সিঅ্যান্ডএফ) প্রতিষ্ঠান বসুন্ধরায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা জব্দসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- সুমন খন্দকার সাগর, মনোয়ার হোসেন রাজু ও কাজী ফরহাদ। বসুন্ধরা নামে সিঅ্যান্ডএফ-এর প্যাড ও খামে তারা ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

আটকদের জিজ্ঞাসাবাদসহ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

আরও পড়ুন