হজ ব্যবস্থাপনা যুগোপযোগীতে প্রয়োজন অভিজ্ঞ নেতৃত্ব
সচেতন হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান ড. আব্দুল্লাহ আল-নাসের বলেছেন, ‘হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু সুন্দর ও যুগোপযোগী করে আমাদের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করতে হলে হাবে সৎ, সাহসী, যোগ্য, অভিজ্ঞ, শিক্ষিত, মার্জিত, পরমত সহিষ্ণু নেতৃত্ব খুবই জরুরি।’
সোমবার রহমানিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে সচেতন হাব গণতান্ত্রিক ফোরাম আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আমরা নির্বাচিত হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার জন্য নিজেদেরকে উজাড় করে দেব এবং ‘হাব’ সদস্যদের প্রাণের দাবি থার্ড ক্যারিয়ার উন্মুক্তকরণ, সরকারের নিকট পাওনা কোটি কোটি টাকা উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’
ড. আব্দুল্লাহ আল-নাসের বলেন, ‘সর্বনিম্ন কোটা ৫০ এ নামিয়ে আনা, মোনাজ্জেম ভিসা সহজতর ও কমপক্ষে ৪ মাসের মেয়াদ করা, হজ্জের সুমদয় টাকা এজেন্সির অ্যাকাউন্টে জমা হওয়ার পর চূড়ান্ত নিবন্ধন ব্যবস্থা করব।’
তিনি বলেন, ‘প্রতি বছর ১ শতাংশ বাড়ি ভাড়ার পৌনে বার কোটি টাকা সরকারের সঙ্গে আলোচনা করে এজেন্সি মালিকদের ফেরত প্রদান করার ব্যবস্থা গ্রহণ করব। আমরা নির্বাচিত হলে আশকোনাস্থ হজ অফিসে আমাদের টিম হজ্জ মৌসুমে আপনাদের খেদমতে হজ অফিসে কম্পিউটার, ফটোকপি মেশিনসহ বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করব।’
ড. আব্দুল্লাহ আল-নাসের আগামী ২৫ এপ্রিল হাব নির্বাচনে সচেতন হাব গণতান্ত্রিক ফোরামের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
আলহাজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মো. গোলাম মাওলা রিপন, মোহাম্মদ আলী, আলহাজ মাওলানা আশরাফুল হক, মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
এমইউ/এমআরএম/এমএস