ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কমলাপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযান

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে থানা ভবনের পশ্চিম পার্শ্বে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় মাদক বিক্রির অভিযোগে মো. আমির হোসেন (২২) নামের এক  ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের উপস্থিতিতে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ভাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. রাসেলুর রহমান জাগো নিউজকে জানান, মাদক সংগ্রহ, মওজুত, বিক্রয় করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী মো. আমির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আতালত।

বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে নিজ হেফাজত রাখা ৫০ পিস ইয়াবা ও ২৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আমির ভ্রাম্যমাণ আদালতকে জানায়, অসাধু ব্যবসার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ মাদক নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছে।

জেইউ/এসকেডি/আরআইপি