চলতি বছরেই স্মার্টকার্ড পাবেন নাগরিকরা : আইনমন্ত্রী
চলতি বছরেই স্মার্টকার্ড (অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র) প্রস্তুত করে জনগণের মাঝে বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। স্মার্টকার্ডের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
একই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ১৮ বছরের নিচে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য শিগগিরই ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যানচিং অ্যাকসেস টু সার্ভিসেস-২ (আইডিয়া টু) নামে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। প্রকল্পটি গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এইচএস/এসআইএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা