বাবা, কত্ত মানুষ!
পহেলা বৈশাখ উদযাপনের জন্য রোববার সকাল থেকে রাজধানীর রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডি এলাকায় দর্শনার্থীদের ঢল নামলেও হাতিরঝিলে তেমন কারো আনাগোনা ছিল না। বেলা ৩টার পর হঠাৎ হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে লেক ঘিরে গড়ে ওঠা রাজধানীর অন্যতম এ বিনোদন কেন্দ্রটিতে। দেখতে দেখতে জনসমুদ্রে পরিণত হয় হাতিরঝিল। এ দৃশ্য দেখে কলেজ শিক্ষার্থী সুরাইয়ার (১৮) মুখ থেকে বেরিয়ে আসে ‘বাবা কত্ত মানুষ!’
সরেজমিনে দেখা যায়, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দুপুরের পর নগরবাসীর বড় একটি অংশ আনন্দ বিনোদনের জন্য ছুটে আসে হাতিরঝিলে। তাদের পদচারণায় একপ্রকার জনসমুদ্রে পরিণত হয় হাতিরঝিল প্রাঙ্গণ।
নগরবাসীর ঢল নামায় সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিলের রাস্তাগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। মালিবাগ থেকে রামপুরা ব্রিজ পর্যন্তও পরিবহনের দীর্ঘ লাইন দেখা যায়।
হাতিরঝিলে মানুষের ঢল দেখে বিস্মিত সুরাইয়া বলেন, ‘আমি চার বছর ধরে ঢাকায় আছি। এর আগেও হাতিরঝিলে এসেছি। তবে পহেলা বৈশাখে আজ প্রথম আসলাম। এর আগে হাতিরঝিলে কখনো এতো মানুষ দেখিনি। হাতিরঝিলে এতো মানুষ আসে আমার ধারণায় ছিল না।’
নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সী মানুষই সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিলে ঘুরতে এসেছেন। কেউ প্রেয়সীর সঙ্গে, কেউ দলবেঁধে বন্ধুবান্ধবের সঙ্গে, কেউবা সহধর্মিণী কিংবা সন্তান নিয়ে ঘুরতে এসেছেন। ঘুরে ঘুরে হাতিরঝিলের সৌন্দর্য দর্শনের পাশাপাশি কেউ কেউ নিষিদ্ধ ভুভুজেলা নামে পরিচিত উচ্চ শব্দের বাঁশি বাজিয়ে পহেলা বৈশাখ উপভোগ করছেন।
পরিবারসহ হাতিরঝিলে ঘুরতে আসা আসমা খাতুন বলেন, ‘আমরা ৩টার দিকে হাতিরঝিলে আসি। সে সময় মানুষের খুব একটা ভিড় ছিল না। কিন্তু পাঁচটার পর দেখতে দেখতে হাতিরঝিল ভরে গেল। হঠাৎ করেই যেন মানুষের ঢল নামল। আসলে সন্ধ্যার পর হাতিরঝিলের মূল সৌন্দর্য্য ফুটে ওঠে, এ জন্যই বিকেলের পর এতো মানুষের ঢল নেমেছে।’
তিনি বলেন, ‘ঢাকা একটি যান্ত্রিক শহর। এ শহরের মানুষগুলো ঘোরাঘুরি বা আনন্দ উপভোগের খুব একটা সুযোগ পায় না। শিশুরা খেলার সুযোগ পায় না। যে কারণে বিশেষ বিশেষ দিনে হাতিরঝিল এমন জনসমুদ্রে পরিণত হয়।’
বন্ধুদের সঙ্গে দলবেঁধে ঘুরতে আসা হৃদয় বলেন, ‘আমরা পাঁচ বন্ধু মিলে সকালে রমনায় গিয়েছিলাম। সেখান থেকে টিএসসি ঘুরে হাতিরঝিলে এসেছি। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় যাব।’
তিনি বলেন, ‘বাস্তবে হাতিরঝিলে দেখার মতো কিছুই নেই। শুধু ঘোরাঘুরি করা যায়। এরপরও যেকোনো উৎসবের দিন হাতিরঝিলে মানুষের এমন ঢল নামে। এ থেকে সহজেই বোঝা যায় ঢাকা শহরের মানুষের আসলে ঘোরাঘুরির খুব একটা জায়গা নেই।’
এমএএস/এনডিএস/জেআইএম