বর্ষবরণ উৎসবে শামিল বিদেশিরাও
আজ (রোববার) পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ। এই উৎসবে শামিল হয়েছেন বিদেশিরাও। রাজধানীতে এ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশি নাগরিকও অংশ নিয়েছেন। শাহবাগ, টিএসসি, চারুকলা, রমনা পার্কসহ আশপাশের এলাকায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিদেশিরা নববর্ষ উৎসবে উদ্বেল মানুষের ছবি তুলছেন, পাঞ্জাবি-শাড়িতে নিজেরাও সেজেছেন বৈশাখী সাজে। অনেকেই রঙ তুলি দিয়ে শরীরে আঁকিয়ে নিচ্ছেন একতারা, ঢোল; লেখাচ্ছেন নববর্ষ। আর তাদের সঙ্গে ছবি, সেলফি তোলায় মেতে উঠছেন বর্ষবরণ উৎসবে আগতরা।
কলকাতা থেকে বর্ষবরণ উৎসবে যোগ দিতে ঢাকা এসেছেন প্রিয়তি সেন। তিনি বলেন, ভালবাসা দিয়ে মানুষের কাছে যাওয়ার অনুভূতিই অন্যরকম। বাংলা নববর্ষ উদযাপন আমারও প্রাণের উৎসব।
চারুকলার বিপরীত পাশে রঙতুলি দিয়ে শরীরে একতারা আঁকাচ্ছিলেন চীনের পাঁচ নাগরিক। বয়সে সবাই তরুণ। তাদের একজন চেন চাও বলেন, আমরা সবাই এখানে লেখাপড়া করছি। গত ২ বছরে আমি পাঁচটি উৎসব পেয়েছি। মনে হচ্ছে এরমধ্যে নববর্ষই সবচেয়ে বর্ণিল। খুব উপভোগ করছি।
আরএমএম/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা