ফুল-বাতাসা দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ
শিশুদের লাল গোলাপ ও বড়দের হাতে বাতাসা দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ এর শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকালে দেখা যায়- রমনা উদ্যান এর অস্তাচল গেটের পাশে ছোট্ট একটি স্টল খুলে ডিএমপি সদস্যরা গোলাপ ফুল সাজিয়ে বসে আছেন। সেখানে আসা শিশুদের গোলাপ ফুল ও বড়দের হাতে বাতাসার প্যাকেট খুলে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তারা। অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে ব্যাপক উৎসাহ নিয়ে স্টলের সামনে গিয়ে বাতাসা ও গোলাপ ফুল সংগ্রহ করতে দেখা গেছে।
শুধু ফুল আর বাতাসা নয় রমনা বটমূলের পাশে পুলিশের পক্ষ থেকে ছায়ানটের অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানীয় বিতরণ করতেও দেখা যায়।
রাজধানীর লালবাগের আনোয়ার হোসেন বলেন, পুলিশ নাম শুনলেই মানুষ আগে ভয় পেত। গত কয়েক বছর যাবত বিভিন্ন উৎসবে ডিএমপি’র এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব কমছে। মানুষ এখন পুলিশকে বন্ধু ভাবতে শুরু করেছে।
মতিঝিলের গৃহবধূ আসমা আক্তার ফুল আর বাতাসা বিতরণ করতে দেখে এগিয়ে গিয়ে একটি গোলাপ ফুল চাইলে বক্তব্যরত পুলিশ সদস্য বলেন, আপনি বাতাসা খান আপনার বাচ্চাকে আমরা ফুল দেব। পাশেই দাঁড়িয়ে থাকা সাত বছরের শিশু সুমাইয়া এগিয়ে গেলে পুলিশ সদস্য হাসিমুখে তার হাতে গোলাপ ফুল তুলে দেন। এসময় শিশুটির চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
রমনার বটমূলে রাজধানীর হাজারীবাগ থেকে আসা শাহাদাত হোসেন জানান, নীলক্ষেত থেকে পায়ে হেঁটে এসে হাঁপিয়ে উঠেছিলাম। পুলিশের সরবরাহ করা এক বোতল মিনারেল ওয়াটারে তৃষ্ণা মিটিয়েছি।
এমইউ/এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু