ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পোড়া তেলে রান্না, সিএফসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৯

রান্নায় পোড়া তেল ব্যবহার করায় রাজধানীর মিরপুরে সিএফসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার রাজধানীর মিরপুর-১ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। এ সময় সার্বিক সহায়তা করে শাহআলী থানার পুলিশ সদস্যরা।

তিনি বলেন, রান্নায় পোড়া তেল, রান্না করা মাংসের সঙ্গে কাঁচা মাংস রাখা, বাসি গ্রিল, বিদেশি মোড়কজাত পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার ও এমআরপি না থাকায় আরও তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে টাইম ফার্মাকে ১০ হাজার টাকা, আল্লাহর দান রেস্টুরেন্টকে ২০ হাজার এবং একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/জেএইচ/এমকেএইচ

আরও পড়ুন