ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রতিটি কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৮ এএম, ১২ এপ্রিল ২০১৯

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রতিটি কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে। কারখানার কর্মপরিবেশ শোভন হলে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার টঙ্গীতে শিল্পসম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিল এবং কেন্দ্রীয় তহবিলের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শ্রমিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন মেনে চলবেন। দেশের উন্নয়নের যে চাকা ঘুরছে তা শ্রমজীবী মানুষের পরিশ্রমের ফসল। এই শ্রমজীবীদের অসুখে-বিসুখে, যেকোনো বিপদে শ্রম মন্ত্রণালয় শ্রমিককল্যাণ তহবিল এবং কেন্দ্রীয় তহবিল নিয়ে সব পাশে আছে। শ্রমিকের মেধাবী সন্তান যারা লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কর্মকর্তা হতে চায় তারা এ দুটি তহবিল হতে সহজেই শিক্ষাসহায়তা পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিল এবং পোশাক শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে ১২১ জন অসুস্থ শ্রমিকের চিকিৎসা সহায়তা এবং শ্রমিকের সন্তানদের শিক্ষাসহায়তা হিসেবে ৩৩ লাখ ৪৫ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেয়া হয়।

এর মধ্যে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৭০ জন অসুস্থ শ্রমিকের চিকিৎসা সহায়তা হিসেবে দেয়া হয় ২১ লাখ ৩০ হাজার টাকা। কেন্দ্রীয় তহবিল থেকে ৩৪ জনকে চিকিৎসাসহায়তা হিসেবে ৯ লাখ ৫৫ টাকা এবং পোশাক শ্রমিকের সন্তানের শিক্ষাসহায়তা হিসেবে ১৩ জনকে দেয়া হয় দুই লাখ ৬০ হাজার টাকা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনার সভাপতিত্বে সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভুইয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান, মো. ইউসুফ আলী এবং সুবিধাভোগী মো. উজ্জ্বল আলী বক্তৃতা করেন।

এমইউএইচ/বিএ