মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি : ডেমরায় ছয় ফার্মেসিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর ডেমরা এলাকায় ছয় ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- জননী ফার্মেসি, ফাতিমা মেডিসিন, সাফা মেডিকেল, মা ফার্মেসি, আমোলিয়া ডেন্টাল কেয়ার এবং বিসমিল্লাহ ফার্মেসি।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সার্বিক সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্যরা।
আব্দুল জব্বার মন্ডল বলেন, আজ ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় ওষুধের ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জননী ফার্মেসিকে ২০ হাজার টাকা, ফাতিমা মেডিসিনকে ১০ হাজার টাকা, সাফা মেডিকেলকে ১০ হাজার টাকা, মা ফার্মেসিকে ১০ হাজার টাকা, আমোলিয়া ডেন্টাল কেয়ারকে ৭ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ৮ টাকা জরিমানা করা হয়েছে।
এসআই/এমবিআর/এমকেএইচ