ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১১ এপ্রিল ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মিরপুর-১০ এ হোপ স্কুল রোড, সেনপাড়া বাউন্ডারি রোড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালিত হয়।

DNCC-3

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, অভিযানকালে ফুটপাত দখল করে রাখা ৩৫০টির অধিক অবৈধ অস্থায়ী, সেমিপাকা স্থাপনা, শেড ও সিঁড়িসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

DNCC-4

এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আলিফ ডেকোরেটর, খালেক হোটেল ও স্বাদ তেহারি।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএস/এমবিআর/পিআর

আরও পড়ুন